করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ক্রিকেটের সব আন্তর্জাতিক সূচি তো বটেই, ঘরোয়া আসরও স্থগিত রাখা হয়েছে। এরই মাঝে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেলেন ভারতের দুই আম্পায়ার।
গত মঙ্গলবার ভারতের দুই নারী আম্পায়ার জননী নারায়ণ এবং ভ্রিন্দা রাঠিকে আইসিসি ডেভেলপমেন্ট আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে আইসিসি প্যানেলে নারী ম্যাচ অফিসিয়ালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২’তে।
ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড না থাকলেও, জননীর আম্পায়ারিংয়ে আসার অনুপ্রেরণা ও আইডল হলেন ইংল্যান্ডের প্রয়াত আম্পায়ার ডেভিড শেফার্ড ও ভারতের অবসরপ্রাপ্ত রদ ভেঙ্কাটরাঘাবন। আইসিসির প্যানেলে ডাক পাওয়ার খবরটিকে নিজের উন্নতির সুযোগ হিসেবেই দেখছেন জননী।
অন্যদিকে ক্রিকেটের সঙ্গে আগে থেকেই সখ্যতা ভ্রিন্দার। নিজে খেলেছেন পেস বোলার হিসেবে। এরপর আবার বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে স্কোরারের দায়িত্বও পালন করেছেন। ২০১৩ সালে নারী বিশ্বকাপের এক ম্যাচে স্কোরিং করার সময় নিউজিল্যান্ডের নারী আম্পায়ার ক্যাথি ক্রসকে দেখেই আম্পায়ারিংয়ের ইচ্ছা জাগে ভ্রিন্দার। নতুন দায়িত্বে আগের সব অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।