কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে গণসংযোগ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী,সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক বাবুল কান্তি দে।
৯ ই মার্চ রাতে সফর সঙ্গীদের নিয়ে এলাকার বিভিন্ন বাড়ীতে গণসংযোগ করেন, এবং সর্বশেষ
হরিপুর নবগ্রহ মন্দিরের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মহোৎসবে অাগত ভক্তবৃন্দ ও মাতৃমন্ডলীর সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের চালিকাশক্তি তরুনদের মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবো।
নির্বাচিত হতে পারলে আমি এ উপজেলা থেকে চোর, ডাকাত, মাদকাসক্ত, সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়ে যাব।রাস্তা ঘাট সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করবো।
এ সময় গণসংযোগ উপস্থিত ছিলেন ডাঃ বিকাশ কান্তি দে,সাগর দত্ত,বিপ্লব অাচার্য্য রিচাঁদ,পুলক অাচার্য্য,রাখাল শর্ম্মা,সুজিত অাচার্য্য,নিখিল অাচার্য্য,ছোটন অাচার্য্য অাবির,রাজীব অাচার্য্য কর্ণ ও ইসলামাবাদ ইউপি সদস্য অাবু বক্কর ছিদ্দিক বান্ডি প্রমুখ।