বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ আমির হোসেন বষ্ঠ(২৭) নামে একজন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতার মাদক বহনকারী আমির হোসেন বষ্ঠ আমড়া খালী গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
শুক্রবার(৩ মার্চ) রাত ৮ টার সময় বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস,এসআই শফি আহম্মেদ রিয়েল,এএসআই আলগীর হোসেন ও কনেস্টবল খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মশিয়ারের ঘের এর সামনে অভিযান চালিয়ে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান উদ্ধার ভারতীয় ফেন্সিডিল সহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতার মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।