বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।
মঙ্গলবার (০২/০৭/১৯ইং) ভোর রাতে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরিফুল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন খবর আসে আরিফুল নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে গাতিপাড়া মাঠের মধ্য অবস্থান করছে। এমন সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
আটক আরিফুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।