বিনোদন প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে ৩৩ জন আক্রান্ত হয়েছে আর ৩ জন মারা গেছেন । করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব ধরণের শুটিং।করোনা মোকাবেলায় তারকারাও নানা পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে।
প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা তার ভক্তদের এই কঠিন ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। এ মডেল ও অভিনেত্রী তার ফেসবুক লাইভে থেকে জানান; সকলের উদ্দেশ্যে বলতে চাই; আমরা সকলে একটি কঠিন সময়ের মধ্যে দিন অতিবাহিত করছি। সকলের নিকট বিনীত অনুরোধ কেউ কোথাও বাহিরে যাবেন না । দয়া করে সবাই ঘরে থাকুন।
উল্লেখ্য; আফ্রি সেলিনা স্টেশন’ নামের নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন। মাসুম রেজা রচিত চিত্রনাট্য নিয়ে পরিচালক রাসেল আহমেদ নির্মাণ করবেন ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফ্রি। তবে তার বিপরীতে কে থাকছেন সেটা এখনই জানাতে নারাজ সংশ্লিষ্টরা। আগামী ৫ এপ্রিল ঢাকার কমলাপুর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন জানা গেছে।