দৌলতখান প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসে মহামারী সংকটে পৃথিবীর মানব জাতি। সারাবিশ্বে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে আমাদের দেশেও বেড়ে চলছে সংক্রাম। তাই নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তয় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা হাত বাড়ানোর আহবান করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এমপি মুকুল বিশেষ ভাবে অনুরোধ করেন আপনারা সকলেই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে তাদেরকে সাহায্য করুন। এ পৃথিবী ছেড়ে আমি আপনি সবাই একদিন চলে যাবো কিন্তু সাথে করে কেউ বাড়ি গাড়ি টাকা পয়সা সাথে নিতে পারবো না। তাই সকলের কাছে আমার অনুরোধ রইলো যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আপনারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
“নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন” আলহাজ্ব আলী আজম মুকুল, সংসদ সদস্য ১১৬ ভোলা-২