অনলাইন ডেস্ক ঃ ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কাছে নোটিশ পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় গ্রামীণফোনকে এই নোটিশ পাঠানো হয়। টাকা পরিশোধের জন্য গ্রামীণফোনকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে।চিঠিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকার ‘ডিমান্ড লেটার’ পাঠনো হয়। এর মধ্যে বিটিআরসির ৮ হাজার ৪৯৪ দশমিক ১ কোটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ হাজার ৮৫ দশমিক ৯৪ কোটি টাকা। বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রামীণফোনের সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজকেই (মঙ্গলবার) বিটিআরসির পাঠানো চিঠি পেয়েছি। বিশাল ডকুমেন্ট, না পড়ে কোনও মন্তব্য করা যাবে না। পুরোটা পড়ে তবেই আমরা পরবর্তীতে করণীয় ঠিক করবো।’