আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সাথে বিজিএমইএর সকল সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিক ভাইবোনদের মার্চ মাসের মজুরি প্রদানেরও অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য বিজিএমইএ দফতরে ইতোমধ্যে একটি সেল খোলা হয়েছে।