সাখাওয়াত হোসেন (তুহিন) মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এস আই ওবায়দুল হক সহ একটি টহল টিম, বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে ডিউটি করাকালীন সময়ে, রবি বার বিকাল তিন ঘটিকার সময় বাঙ্গরা বাজারে অবস্থান করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের বিষয়ে জানতে পারে, রবি বার বিকাল অনুমানিক ৪:০০ টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন ০৮ নং চাপিতলা ইউনিয়নের চাপিতলা মা-বাবা ব্রিকসের সামনে, রাজা চাপিতলা হতে বিষ্ণুপুরগামী পাকা রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট স্থপন করেন।
চেক পোষ্ট করাকালে অনুমান ৪:১৫ ঘটিকার সময় এক টি পিকআপ বিষ্ণুপুরের দিক হতে চাপিতলার দিকে আসার সময় গাড়ীটি থামাইয়া তল্লাশি করলে আসামী মোঃ মনির হোসেন (৩৬), পিতা-মোঃ আব্দুর রহমান, মাতা-মোসাঃ অজুফা খাতুন, সাং-নোয়াপাড়া, পোঃ সালদানদী, ০৪ নং ওয়ার্ড, ১০নং বায়েক ইউপি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গাড়ীর ভিতরে কি আছে জানার চেষ্টা করিলে সে অসংলগ্ন কথা বার্তা বলিতে থাকায়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামীর হেফাজতে ও নিয়ন্ত্রনে থাকা পিকআপ গাড়ীটি তল্লাশীকালে পিকআপ গাড়ীর মালামাল রাখার বডির পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে তৈরী বক্সের ভিতর হইতে আসামী মোঃ মনির হোসেন(৩৬) তার দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেয়, ৩৫ কেজি গাঁজা(মাদকদ্রব্য)সহ একটি নীল হলুদ রংয়ের চট্টমেট্রো-ন-১১-২৫২৪ নাম্বার সম্বলিত TATA ব্রান্ডের এক কেবিন বিশিষ্ট পিকআপ গাড়ী, যাহার ইঞ্জিন নাম্বার ঘষামাজা ও অস্পষ্ট, চেসিস নং-MAT483149DYR20388, যাহার মূল্য অনুমান ৪,৫০,০০০/= হাজার টাকা উদ্ধার করিয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ইং রবিবার বিকাল ৪:৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা ভুক্ত জব্দ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করা হয় বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৪, তারিখ-৩০/০৭/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৩৮ রুজু হয়।