এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর নিয়ন্ত্রণাধীন বাউফল এস.এফ.পি.সি ও উপজেলা প্রশাসন বাউফল এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেছেন স্থানীয় সাংসদ সাবেক চীফহুইপ আলহাজ্ব আসম ফিরোজ এমপি।
শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূরা চারা নিজ হাতে রোপণ করে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫৬৫ টি ফলজ, বনজ, ভেষজ ও শোভাবর্ধক চারা এবং একাধিক আশ্রয়ন প্রকল্পে ৫৭৮টি চারা সহ মোট ৭ হাজার ১ শত ৪৩ টি চারা বিনামূল্যে বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, সহকারী কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ডু, উপজেলা সিনিয়র বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ও প্রেসক্লাব বাউফল এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ এম জাফরান হারুন প্রমূখ উপস্থিত ছিলেন।