এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার সূত্রপাতে কিশোর গ্যাং কর্তৃক ধারালো ছুরি দিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা রাজাপুর গ্রামে। আহত শিক্ষার্থীর নাম মোঃ রিফাত মাতুব্বর (১৫)। সে ওই ইউনিয়নের বাসিন্দা শাহআলম মাতব্বরের ছেলে।
জানা যায়, আহত শিক্ষার্থী বাসা থেকে মাদবার বাজারে যাওয়ার পথে মাদবার বাজারে পূর্ব পাশে অজ্ঞাত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে ঐ শিক্ষার্থীকে। পরে রিফাতকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাত সাড়ে ৮ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এব্যাপারে বাউফল থানার তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে গিয়েছি। এবং জানতে পেরেছি যে আহত রিফাত মাতুব্বরের সাথে পূর্ব থেকে এক শত্রুতার সূত্রপাত থেকে এমন ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত ঘাতক কাউকে গ্রেফতার করতে পারিনি, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।