এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে এক কলেজ শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ইমরান খান (১৯) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২ মে) উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই বখাটে কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।
সুত্রে যানা যায়, কাছিপাড়া আব্দুর মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শিক্ষার্থীকে (১৮) কলেজে আসা যাওয়ার পথে বখাটে ইমরান ইভটিজিং করতো। মঙ্গলবার সকালে শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে বখাটে ইমরান তাকে ইভটিজিং করলে শিক্ষার্থী ডাক চিৎকার দেন। এ সময় লোকজন জড়ো হয়ে ওই বখাটেকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট বায়েজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই বখাটেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এ ঘটনায় বায়েজিদুর রহমান বলেন, একাধিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই তরুণকে এ সাজা দেওয়া হয়েছে। পরে ওই তরুণকে বাউফল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।