এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ মার্চ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ৩০ জন আহত হয়।
এ ঘটনায় বাউফলের সাংসদ সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ কে জড়িয়ে “এমপির সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক।
লিখিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম ফারুক বলেন, অশুভ উদ্দেশ্যে বাউফলের চার দশকের অভিভাবক আসম ফিরোজ এমপি কে বিতর্কিত করার জন্য বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, সাংসদ আসম ফিরোজ ঘটনাস্হল থেকে ২০০ মিটার দুরে অবস্হান করেছিলেন।
তার সামনে ছিল নেতাকর্মী ও পুলিশ বেস্টনী।
সাংসদ আসম ফিরোজ কে জড়িয়ে সংবাদ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
রোববার (১৯ই মার্চ) বেলা এগারোটার দিকে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।