বশির আলম ( সৌরভ ) : তুরাগে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যেগে আহ্বায়ক কমিটি গঠিত করা হয়েছে । শুক্রবার (৫ই মার্চ) বিকাল ৪ টায় উত্তরা মডেল একাডেমির অস্থায়ী কার্য্যালয়ে ১৫ সদস্যোর কমিটি গঠন করা হয় । এম এ খালেক এর সভাপতিত্বে এবং মজিবুর রহমানের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জনাব সিরাজুল ইসলাম (সাবেক জজ) এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জনাব এম.এ. অলী ( পরিচালক অর্থ বা.বি.উ বোর্ড), জনাব আমিরুল ইসলাম (অব: কর্মকর্তা বাংলাদেশ অডিট এন্ড একাউন্টাস) ,এবং জনাব শরিফুল ইসলাম (সাধারন সম্পাদক, উত্তরা মিডিয়া ক্লাব ) । বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঢাকা বিভাগের প্রধান সমন্বয়কারী ও উত্তরা মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক ,জনাব শরিফুল ইসলাম ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন । উক্ত কমিটির সদস্য হিসাবে উপস্থিতি ছিলেন , এম এ খালেদ খান (আহ্বায়ক) , আমিরুল ইসলাম(যুগ্ন আহ্বায়ক), মনির হোসেন জলিল (যুগ্ন আহ্বায়ক) ,মজিবুর রহমান (সদস্য সচিব), এহসানুল হক জুয়েল , নাদিরা দিলরুবা , এড.জহিরুল ইসলাম, জনাব কামাল হোসেন , আবু সঈদ , মনির হোসেন , বশির আলম (সৌরভ) । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , জনাব সিরাজুল ইসলাম (সাবেক জর্জ) , এম.এ. অলী, জনাব আমিরুল ইসলাম ,জনাব শরিফুল ইসলাম , সাংবাদিক নাদিরা দিলরুবা এবং সমাপনী বক্তব্য রাখেন এম.এ. খালেদ খান ।