টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততম বছর হওয়ার ছিল এটি। সূচি ছিল ঠাসা। করোনাভাইরাস বদলে দিল বাস্তবতা। ঘরবন্দি ক্রিকেটাররা হাপিত্যেশ করছেন মাঠে ফিরতে। ক্রিকেট সংশ্লিষ্ট সবাই দিন গুনছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। কবে শেষ হবে অপেক্ষা? কেবল সময়ই দিতে পারে এসব প্রশ্নের উত্তর। সব ঠিকঠাক থাকলে এই সময়ে পাকিস্তান থেকে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলে মাত্রই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। সেটি হতো এই বছর দলের তৃতীয় টেস্ট। সামনে অপেক্ষায় থাকত আরও ৭টি টেস্ট।

এক বছরে ১০ টেস্ট আগে কখনোই খেলেনি বাংলাদেশ। কিন্তু এর মধ্যেই পিছিয়ে গেছে তিনটি টেস্ট। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সফর। জুনে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সেই সিরিজও স্থগিত। এই দুই সিরিজের মাঝে মে মাসে যুক্তরাজ্য সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টির সিরিজ ছিল বাংলাদেশের। আপাতত হচ্ছে না সেই সফরও। ব্যস্ত সূচির বছরে দলের সামনে এখন অফুরন্ত সময়! তিন সিরিজ স্থগিত হওয়ার পর আপাতত যে সূচি, তাতে বাংলাদেশ মাঠে নামবে আগামী ২৩ জুলাই।

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা সেদিনই। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে ওই সিরিজ নিয়েও শঙ্কার অবকাশ থাকছে যথেষ্টই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি অবশ্য  বলছেন, এত আগেই তারা আশা ছাড়ছেন না। “ওই সিরিজের স্বাগতিক তো শ্রীলঙ্কা, তাদের দিক থেকেই আসবে আলোচনা। এমনিতে ওদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। তবে এত আগেই মন্তব্য করাটা ঠিক হবে না। পরিস্থিতি যা দাবি করবে, সেভাবেই সিদ্ধান্ত হবে।” সময়ের কথা বললে, অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও সিদ্ধান্ত হয়তো আরও পরে নেওয়ার সুযোগ ছিল।

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বাংলাদেশে পা রাখার কথা জুনে। সময় আছে দেড় মাসেরও বেশি। তবে অস্ট্রেলিয়া বলেই এখানে বাস্তবতা একটু আলাদা, বললেন বিসিবির প্রধান নির্বাহী। “অস্ট্রেলিয়া তো দুনিয়ার আরেক প্রান্তে। তাছাড়া ওরা সবসময়ই নিজেদের ক্রিকেটার বা পারিপার্শ্বিক সবকিছু নিয়ে অনেক বেশি সতর্ক। এজন্যই দুই বোর্ডের আলোচনায় একটু আগেভাগেই সিরিজ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।” বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসার কথা নিউ জিল্যান্ড দলের। কিউইদের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর প্রস্তাবিত তারিখ ২০ অগাস্ট। কিন্তু কিউই সংবাদমাধ্যমে টুকটাক যা খবর গত কিছুদিনে বেরিয়েছে, তাতে তারা এখনই ভাবতে শুরু করেছে ওই সফর নিয়ে। একের পর এক সিরিজ এভাবে স্থগিত হতে থাকলে এই সিরিজগুলোর সবকটি হতে পারবে না নিশ্চিতভাবেই।

বিশেষ করে অস্ট্রেলিয়ায় যেরকম ঠাসা সূচি থাকে, স্থগিত হয়ে যাওয়া সিরিজ আবার আদায় করা নিয়ে সংশয় আছে তীব্রভাবেই।এই বাস্তবতা অবশ্য সব দলেরই। খেলা হচ্ছে না ক্রিকেট বিশ্বের কোথাও। স্থগিত বা বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজ-টুর্নামেন্টগুলো। ক্রিকেট বোর্ডগুলো অসহায়, কবে পরিস্থিতির উন্নতি হবে-সেই অপেক্ষায়। করোনাভাইরাসের প্রকোপ থেমে গেলে সব দেশ মিলেই আবার পূনর্বিন্যাস করতে হবে সূচি, বলছেন বিসিবি প্রধান নির্বাহী। “সমস্যা তো শুধু আমাদের নয়, বৈশ্বিক। আমাদের কারও কিছু করার নেই। একমাত্র সময়ই উত্তর দেবে, কখন স্বাভাবিক হবে সবকিছু। আইসিসি বা অন্যান্য বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সব ঠিক হয়ে গেলে আইসিসিতে আবার সবাই আলোচনা করে সূচি ঠিক করতে হবে।”  “সবার জন্যই এই ধরনের পরিস্থিতি নতুন। যখন সময় হবে, সবাই আলোচনা করলে সমাধান বেরিয়ে আসবে। আমাদের তো অবশ্যই চেষ্টা থাকবে, স্থগিত হওয়া সব সিরিজ যেন খেলতে পারি।” অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তার আগে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ।

নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তও এখনই হচ্ছে না। “এশিয়া কাপ নিয়ে আপাতত তেমন কোনো আলোচনা নেই। এবার তো স্বাগতিক পাকিস্তান। তাদের যা মনোভাব, হয়তো দুবাইয়েই টুর্নামেন্ট হতে পারে (ভারত যেহেতু পাকিস্তান সফরে রাজী নয়)। তাই এশিয়া কাপ আসলে নির্ভর করবে দুবাইয়ের পরিস্থিতির ওপর।” বাংলাদেশের পরিস্থিতি যদি উন্নতি হয়, তারপরও আপাতত লম্বা সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই দলের। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা, বললেন প্রধান নির্বাহী। “এটা তো শুধু ক্রিকেট নয়, পুরো দেশের ব্যাপার। সব খেলাই এখন বন্ধ। পরিস্থিতির উন্নতি হলে, যদি খেলা চালুর মতো অবস্থা থাকে, অবশ্যই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করব। তবে আপাতত ক্রিকেট নিয়ে ভাবনার চেয়েও বড় ব্যাপার, দেশ যেন দ্রুত এই ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে পারে।”

 

সূত্র: এফএনএস২৪

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে