লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ( বস্ত্র ও পাট মন্ত্রী) আধুনিক স্বনির্ভর রূপগঞ্জ গড়ার কারিগর, গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক (এম.পি) মহোদয়ের আজ(বুধবার) ১৪ অাগষ্ঠ জম্মদিন।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন। তিনি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক কে শুভেচ্ছা জানান।
ইমন হাসান খোকন। তার ফেসবুকে লিখেছেন-
মানব সেবায় সব সময় নিয়োজিত মহান মনের মানুষ। আল্লাহ যেন আপনার সর্বদা সহায় হয়।(মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক )