বিনোদন প্রতিবেদক : টিডি মিডিয়ার ব্যানারে রিলিজ হয়ে গেল বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী রাজা বাবুর কন্ঠে ভাঙ্গা মন গানটির মিউজিক ভিডিও এতে অভিনয় করেছে এ প্রজন্মের মডেল আমির ও সুমাইয়া গানটি সুরকার ও গীতিকার হল রুবেল সরকার গানটির মিউজিক আয়োজন করেছে অ্যাঞ্জেলা মঞ্জুর গানটিতে অসাধারণ কণ্ঠ দিয়েছে এ প্রজন্মের কন্ঠ শিল্পী রাজা বাবু