বর্তমান সময়ে স্মার্ট ফোন অনেক উন্নত হয়েছে।আধুনিক স্পেসিফিকেশন যুক্ত ফোন গুলিতে হিটিং প্রবলেমের সমস্যা প্রায় শেষ।তবুও কিছু কিছু কারণে চার্জ দেবার সময় ফোন গরম হয়ে ওঠে।আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে যে যে কাজ গুলি করতে পারেন তা নিচে উল্লেখ করছি
১] চার্জ দেবার সময় ফোনের ব্যবহার না করা: ফোন চার্জ দেবার সময় একই সাথে ফোন ব্যবহার করা হিটিং এর অন্যতম প্রধান কারণ গুলির মধ্যে একটি। এতে আপনার ফোনের চার্জ সাইকেল এর ব্যাঘাত ঘটে। ফোনের ব্যাটারি একই সময়ে চার্জ ও ডিসচার্জ হওয়ার কারণে ফোন গরম হয়ে ওঠে।
2] ফোন ফ্লাইট মোডে রাখা:
যদি আপনি রাতের সময় আপনার ফোন চার্জে বসাচ্ছেন বা আপনার কোনো ইম্পর্ট্যান্ট কল বা মেসেজ আসার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনি আপনার ফোন টিকে flight mode বা aeroplane mode এ রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ফোনের চার্জিং টাইম কম লাগবে। ফ্লাইট মোড অন থাকা কালীন ফোনকে কানেকশন প্রতিষ্ঠা করার জন্য প্রসেসিং পাওয়ার খরচ করতে হয়না তাই হিটিং কম হয়। ফ্লাইট মোড এ রাখা কালীন অবস্থাতেও যদি হিটিং ইস্যু দেখা যায় তবে আপনি ফোন অফ করে চার্জ দিন।
3] একটি আলাদা চার্জিং কেবল ব্যবহার করুন: যদি দেখেন আপনি আগে যে চার্জার দিয়ে চার্জ দিতেন এখন সেই চার্জার দিয়ে চার্জ দিলেই ফোন গরম হচ্ছে তাহলে হতে পারে আপনার চার্জিং কেবলে কোনো সমস্যা দেখা দিচ্ছে।আপনি নিশ্চিত হবার জন্য বন্ধুর কাছ থেকে একটি USB-Charging Cable ধার করে এনে চার্জ দিয়ে দেখতে পারেন,যদি হিটিং না হয় তবে শীঘ্রই আপনার চার্জিং কেবল বদলান।
4] অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনস uninstall করা: আপনার ফোনে যে সমস্ত অদরকারি অ্যাপস উপস্থিত আছে সেগুলির অনেকে সবসময় ব্যাকগ্রাউন্ড এ রান হয় ও ফোন কে উত্তপ্ত করে তোলে।শুধু মাত্র চার্জিং এর সময়েই না,সাধারণ ফোন ব্যবহারের সময়েতেও এটি হিটিং প্রবলেমের সৃষ্টি করে।কোনো রকম ব্যাটারি সেভার অ্যাপ থাকলে সেটা এক্ষুনি uninstall করুন, এগুলি হিতে বিপরীত করে।
5] Quick-Charger ব্যবহার না করা: আপনার ফোন যদি QUALCOMM’s Quick Charging সাপোর্ট করে তবে আপনি বোধয় তা দিয়েই ফোন চার্জ করেন। কোথাও যেতে হলে দ্রুত চার্জ করতে এটি খুবই কাজে লাগে কিন্তু রাতের সময় যখন আপনার ফোন দ্রুত চার্জ হবার প্রয়োজন নেই তখন আপনি non-quick charger ব্যবহার করতে পারেন।