অনলাইন ডেস্ক ঃ ইন্টারনেটের কন্টেন্ট নিয়ন্ত্রণে সাহায্য করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আহ্বান জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ওয়াশিংটন পোস্টে এক বার্তায়, ইন্টারনেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। বার্তায় তিনি বলেন, ইন্টারনেটের ক্ষতিকারক কন্টেন্ট ফেসবুকের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিরাপদ ইন্টারনেটের জন্য ক্ষতিকারণ কন্টেন্ট, নির্বাচন, নিরাপত্তা ও ডাটা পোর্টেবেলিটি এই চারটি ক্যাটাগরিতে নতুন ধারা বা আইন প্রণয়নেরও আহ্বান জানান তিনি। একইসঙ্গে ফেসবুকে সরাসরি সম্প্রচার নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় সরাসরি সম্প্রচারের পর এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।