ফায়জুল হক দস্তগীরঃ
উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১১তম বার্ষিক ওরশ ২৩ জানুয়ারি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল থেকে ওরশের তিন দিনব্যাপী কার্যক্রম চলছে। ওরস উপলক্ষে মাইজভান্ডার শরীফে হযরত আহমদ উল্লাহ (ক.) মাজারসহ মঞ্জিলগুলোতে আলোসজ্জা করা হয়েছে।
বার্ষিক ওরশ শরীফের সোমবার প্রধান দিবস ছিল। এ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকানে মাইভান্ডারী ভক্ত প্রচন্ড শীত উপেক্ষা করে সমবেত হচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিয়ানমার ও মধপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মাইজভান্ডারী ভক্তরা এসেছেন বলে দরবার সূত্র জানিয়েছে। ওরশ উপলক্ষে মাইজভান্ডার এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। এ উপলক্ষে দরবার শরীফে বিভিন্ন মঞ্জিল পৃথক কর্মসূচি পালন করেছে।
ভক্তদের চলাচলের সুবিধার্থে পুলিশ নাজিরহাট ঝংকার মোড় থেকে দরবার গেইট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে থেকে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত ভক্তদের যাতায়াতের সুবিধার্থে দু’টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।