মো ইফাজ খাঁ, (মাধবপুর) হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে এগিয়ে এসেছে ব্যবসায়ীদের সবচেয়ে বৃহৎ সংগঠন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে গতকাল দুপুরে ক্লাবের সম্মেলন কক্ষে এক চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, ফজলুর রহমান, মোঃ রাসেল চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, ভাইস প্রেসিডেন্ট ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু,চেম্বার পরিচালক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাবিবুর রহমান খান, পরিচালক ও হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শেখ জামাল মিয়া, মোঃ আব্দুল কদ্দুছ, শেখ আনিসুজ্জামান, মঈন উদ্দিন চৌধুরী সুমন, সোহেল রানা তালুকদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি মোঃ সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর দেওয়ান, ব্যবসায়ী শাহ মোঃ আরজু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দিলোয়ার হোসেন চৌধুরী, যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে উন্নয়ন কাজের জন্য একটি চেক প্রদান করেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সংসদ সদস্য আবু জাহির এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যাপাক উন্নয়ন বাস্তবায়ন হওয়ায় তাঁর প্রতি এবং উন্নয়নে এগিয়ে আসায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।