অনলাইন ডেস্ক : বিয়ে করে পুরোদস্তর সংসার পাতিয়ে ফেললেও প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস নিয়ে আগ্রহের শেষ নেই সংবাদমাধ্যমগুলোর।
সম্প্রতি ফরাসী ইলে ম্যাগাজিনে দাম্পত্য জীবন নিয়ে খোলাখুলি মতামত জানালেন প্রিয়াঙ্কা।
হিন্দুস্তান টাইমস জানায়, বিয়ের পর স্বামী এবং স্বামীর পরিবারের প্রতি দায়িত্ববোধকে গুরুত্ব দেন প্রিয়াঙ্কা। এ ক্ষেত্রে প্রেমিক এবং স্বামীকে এক পাল্লায় মাপতে চান তিনি।
প্রিয়াঙ্কা বলেন, “আমি মনে করিনা প্রেমিক এবং স্বামীর মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকতে পারে। সঙ্গীর প্রস্তাবে আপনি যখন সম্মতি দিলেন, তখন ওই ব্যক্তি আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেল। সেইসঙ্গে তার পরিবারকেও আপনি গ্রহণ করে নিলেন।”
তিনি বলেন, “সংসারে অদ্ভূত কিছু দায়িত্ব আছে। যদি এখান থেকে আপনি একটা নিরাপত্তা পাবেন। তবে আমরা পরস্পর থেকে প্রতিদিন শিখছি।”
স্বামী মার্কিন গায়ক জোনাসের পরিবারের সঙ্গে বেশ ভাল সম্পর্ক বলিউড অভিনেত্রীর। তিনি বলেন, “আমার কোনো বোন ছিল না। সেদিক দিয়ে দ্যানিয়েলে জোনাসের মতো বোন পাওয়া দারুণ ব্যাপার।”
কয়দিন আগে দেবর জো জোনাস বিয়ে করেছেন হলিউড অভিনেত্রী সোফি টার্নারকে। তাকেও নিজের বোনের মতো মন্তব্য করেন তিনি।
দেশি গার্ল বলেন, “সোফি অসাধারণ মেধাবী। সেইসঙ্গে দারুণ রসিক। আমরা একসঙ্গে খুবই মজা করি।”