প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের বিনিয়োগ বিষয়কমন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল ফালি।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সৌদি আরবের বিনিয়োগ বিষয়কমন্ত্রী ছাড়াও বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দেশটির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রী মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।