চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন হিরো ২৪ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর লালদীঘি ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ধর্মপুর ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে এলাকার কবর স্থানে লাশ দাফন করা হবে।
এদিকে এই প্রগতিশীল রাজনীতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আজম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৪ অাসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (এমপি) ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের নানা অঙ্গ সংগঠন।