লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেশণা উপ-কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আবুল ফজল রাজু।
সময়ের আবর্তনকে আলহাজ্ব মোঃ আবুল ফজল রাজু বলেন আমি অত্যন্ত খুশি। সায়মা ওয়াজেদ পুতুল আমাদের অনেক প্রিয়ভাজন, বাংলাদেশের মানুষের প্রিয়জন। এই জয়ের ফলে শুধু তিনি একা জয়ী হননি। এই জয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জয় হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের জয় হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে তার প্রতি অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ দেশের মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং সেখানে তিনি সর্বোচ্চ অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি তার দীর্ঘায়ূ এবং মঙ্গল কামনা করি। তিনি যেন তার কার্যক্রম সুন্দর ভাবে চালিয়ে যেতে পারেন এবং অবদান রাখতে পারেন সেই আশাই ব্যক্ত করি।