ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহন কম থাকায় ঘরমুখো দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকাল থেকে পরদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া, নিমতলা হাইওয়েতে এ দৃশ্য দেখা যায়।
এছাড়া, কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর টোলঘর থেকে অতিরিক্ত যাত্রী বাস থেকে পুলিশ নামিয়ে দেওয়ায় অনেকে হেঁটে চলছেন।
আবার, টোল ঘর পার হয়ে বাসে অনেকে উঠে পরছেন। কুচিয়ামোড়া থেকে শিমুলয়া ঘাট প্রায় ২৫ কি. মি. ও নিমতলা থেকে প্রায় ২০ কি. মি. পথ শত শত মানুষ হেঁটে ছুটছেন। আবার অনেক যাত্রীবাহী বাস লোকাল রাস্তা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নীমতলা-সিরাজদিখান উপজেলা-লৌহজং উপজেলা হয়ে শিমুলিয়া যাচ্ছেন।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ের থানার ওসি আব্দুল বাসেদ এর সাথে বার বার টেলিফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এ বিষয়ে আমার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।