মনির হোসেন : এই সময়ের তরুণ অভিনেতা বশির আলম সৌরভ ও ওয়নতিকা কে এবার দেখা যাবে সঙ্গীতশিল্পী থমাস সরকার লিওনার্দোর ‘মেঘলা আকাশ ’ গানের ভিডিওতে। মৌলিক গল্পে নির্মিত গানটির ভিডিওর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালানা করেছেন এ সময়ের তরুণ নির্মাতা রুমান সাবিদ।
নতুন এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন থমাস সরকার লিওনার্দো । আর গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটারজি। গানটি আসছে ঈদ উপলক্ষ্যে স্বপ্ন মালটিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে থমাস সরকার লিওনার্দো বলেন, ঈদে একাধিক গান প্রকাশিত হলেও মেঘলা আকাশ ও জানপাখি গান ২টি নিয়ে আমার একটু আগ্রহ বেশি। শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গান ২টি , এটা আমি বলতে পারি। বাকীটা শ্রোতারাই বিবেচনা করবেন।
রুমান সাবিদ বলেন, আমি বরাবরই মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারো তার ব্যতিক্রম নয়। ভিডিও’র গল্প, লোকেশন এবং নির্মাণ দর্শক হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস। আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয়ার মতোই। আশা করছি সব মিলিয়ে দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।
স্বপ্ন মাল্টিমিডিয়া চেয়ারম্যান জানায়, তাদের ঈদ উৎসবের আয়োজনে বেশকিছু মিউজিক ভিডিও তাদের ইউটিউবে প্রকাশ করা হবে।