পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামের হাঁড়ি, বাতিল ফেরিওয়ালা মোঃ রাসিদুল ইসলাম।
সরকারের নির্দেশনা মেনে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় ২ সপ্তাহ থেকে বন্ধ তার গ্রামে গ্রামে ফেরি করা।
তিনি জানান, তার দুই ছেলে এক মেয়ে, স্ত্রীসহ ৫ জনের একটি পরিবার, তার এক মাত্র উপার্জন গ্রামে গ্রামে হাঁড়ি পাতিল বিক্রি করে সংসার পরিচালনা করা। এখন বাইরে বেরোতে না পারায় এবং ঘরে খাবার না থাকায় এমতা অবস্থায় খাবারের অভাবে পেটের ক্ষুধা সইতে না পেরে ১২ এপ্রিল সকালে ত্রান বিতরণ মোবাইল সার্ভিসে কল করে।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী ’কে ফোন করে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন তিনি । তার নাম ঠিকানা জিজ্ঞেস করে বলেন চিন্তার কোন কারণ নেই ত্রান আপনি পেয়ে যাবেন।
অতঃপর বিকালের দিকে গ্রাম পুলিশ রাসিদুলকে ফোন করে টুনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যেতে বলে। এই ত্রান কে দিচ্ছে জানতে চাইলে গ্রাম পুলিশ জানান আমরা উপরের নির্দেশ পেয়ে আপনাকে ডাকি এর পর তাকে ১০ কেজি চাল ২ কেজি আলু ত্রাণ সহায়তা দেয়। তিনি ত্রান পেয়ে সরকার এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
Post Views: ৩৩৬