স্টার বাংলা ডেস্কঃ
ঢাকা-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণার মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজীবুর রহমান (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট) আসনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকের মিছিল করছিলেন। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর তিনি ঢলে পড়েন। এ সময় তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নজীবুর রহমান মিছিলের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট অঞ্চলে।
শুক্রবার জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে তার প্রথম জানাজা এবং আসরের নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পরে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/বিইউ/ইএস)