ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর মরহুম পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ওহাব তৈয়ুবা ওয়েল ফেয়ার ট্র্যাস্ট এর পক্ষ থেকে চাটখিল উপজেলা ও পৌরসভার হত দরিদ্র মানুষের মাঝে টেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
রবিবার ১৯মার্চ দুপুর ২টায় চাটখিল সরকারি পি.জি উচ্চ বিদ্যালয়ের মাঠে চাটখিল উপজেলায় ১৮০০জন হত দরিদ্র মানুষের মাঝে টেউটিন প্রদান করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি, একটিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার বিনা সেন, পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলী তাহের ইভু, পাঁচ গাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।
বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে এইচএম ইব্রাহিম কে নৌকায় মার্কায় দিয়ে তৃতীয় বারের মতো এমপি হওয়ার সুযোগ দিবেন। কোরোনা,বন্যা, ঘুর্নিঝড় সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে আপনাদের পাশে আমরা থাকি ।
বিএনপির সমালোচনা করে বলেন, তারা আপনাদের প্রয়োজনে পাশে থাকে না শুধু ভোটের সময় এসে ভোট চায়। ভোট চাইতে তাদের লজ্জা করে না। আপনাদের প্রয়োজনে সাহায্য না করে আবার ভোট চাইতে আসবে।ভোটের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দিবেন।