মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন : মো. নূর ইসলাম গাজী (নূরু গাজী) (৭০), পিতা মৃত : জব্বর গাজী, মৃর্ধাকান্দি, পো: ডিউস খালি, থানা: সখিপুর, জেলা : শরিয়তপুর। বর্তমান ঠিকানা: হালিম মাদবরের বাড়ী, নং -০৮ রোড নং-০১, ব্লক-ডি, ওর্য়াড নং -৫৩, সাং-ফুলবাড়িয়া, থানা: তুরাগ, জেলা-ঢাকা। গত ০৯/০৫/২০১৯ইং তারিখে আনুমানিক সময় বিকাল ৪ ঘটিকায় নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলে আর বাড়ীতে ফিরে আসেনি। নিখোঁজ নূর গাজী একজন বাকপ্রতিবন্ধী। পরিচিতি আত্বীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মাধ্যমেও অনেক খোঁজাখুঁজি করা হয়। এখনও পর্যন্ত তার সন্ধান আমরা পাইনি। এ বিষয়ে তুরাগ থানায় বাদী হয়ে নিখোঁজের মেয়ে শাহিনা বেগম একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-৬৮৪, তারিখ ১৪/০৫/২০১৯ইং। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে এই নাম্বার গুলোতে ০১৮৬১৯২২৯৫৮ (আল আমিন) ০১৯৪৪৯৫২০৬১ (ডালিয়া) ০১৯৯২২৪১৭৪৩ (শাহিনা) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।