নিজস্ব প্রতিবেদক ঃ
“অন দ্য ওয়ে- নারী হোক উদ্যোক্তা”, যারা নারী উদ্যোক্তা আছেন এবং যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের সকলের জন্য নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নারীদের জন্য বিভিন্ন ধরনের আই টি কোর্স সুবিধা প্রদান করেছেন। বাংলদেশ আই.সি.টি. ডিভিশনের অধীনে নারীদের জন্যে বিভিন্ন ধরনের IT প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবছর বাংলাদেশে আইটিতে পারদর্শী নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে “অন দ্য ওয়ে” আইটিতে পারদর্শী নারীদের জন্য ফ্রিল্যান্সিং অ্যাপ নিয়ে এসেছে। অ্যাপটির মাধ্যমে নারীরা খুব সহজে তাদের দক্ষতা অনুযায়ী আইটি কাজের ডিটেইলস অ্যাড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর কিছু সাধারণ তথ্য দিয়ে নারীরা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাদের কাজ প্রদর্শন করতে পারবেন। ফ্রিল্যান্সিং কাজসমূহের ভেতর রয়েছে- Conten Writing, Template designing, Video Making/ Editing, Architechtural work সহ আরও বিভিন্ন ধরনের কাজ।
একজন নারী উদ্যোক্তা, মিথিলা বলেন আমি মনে করি একজন নারী তার নিজের জায়গা এবং যোগ্যতা কে প্রমান করার জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম হচ্ছে “On The Way”. এখানে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি।আমি ঘরে তৈরি মশলা আইটেম নিয়ে কাজ করছি। আর এখান থেকে অর্ডার পেয়েছি, আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে ডেলিভারি করা হয়েছে।
‘অন দ্যা ওয়ে’এর ডেলিভারি সিস্টেম এত সুন্দর যে সত্যি আমি অভিভূত। নারীদেের ডেলিভারি চিন্তা এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসে তাদের প্রডাক্ট নিয়ে কাজ করতে পারবেন।
“অন দ্য ওয়ে” ফ্রিল্যান্সির অ্যাপটির চেয়ারম্যান আফরিন নাহার জানান
“অন দ্য ওয়ে-নারী হোক উদ্যোক্তা” মূলত সকল নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহী সকল নারীদের জন্য একটি প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং ছাড়াও একজন নারী যে কোন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন না কেন তিনি “অন দ্য ওয়ে” তে যুক্ত হতে পারছেন।প্ল্যাটফর্মটিতে রয়েছে ফ্রি ট্রেনিং এর সুব্যবস্থাও। ইতোমধ্যে “অন দ্য ওয়ে” বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আগ্রহ তৈরী করতে এবং সফল উদ্যোক্তা হিসেবে সাবলম্বী করার লক্ষ্যে শুরু করেছে ক্যাম্পাসভত্তিক ওয়ার্কশপ, যেখানে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের ক্যারিয়ার ক্লাবের নারী ছাত্রীরা অংশগ্রহণ করছে।