প্রতিনিধি টঙ্গী (গাজীপুর) :
মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স ও নাগরিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিজস্ব অর্থায়নে সি,সি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে আর বি এন্টারপ্রাইজের কর্ণধার ও টঙ্গী পশ্চিম থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী বিদ্যুৎ সিকদার।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার টঙ্গীর রসুলবাগ এলাকায় টঙ্গী থানা আওয়ামী যুবলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.মহর আলী মৃধার সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এবং সিসিটিভি মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পীযুষ কুমার দে,টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাবেদ মাসুদ টঙ্গী পূর্ব থানা ইন্সপেক্টর (অপারেশন) রবিউল আজম, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সি সি ক্যামেরার প্রয়োজনীয়া সম্পর্কে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহায়তাকারীকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।