নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার” এ স্লোগান কে সামনে রেখে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে টাক্সগাইলের নাগরপুওে জাতীয় স্বাস্থ্যে সেবা সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল)সকাল ১০ টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগরপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ৫ দিনব্যাপি এ স্বাস্থ্যে সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রথম দিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন ,পরিস্কার-পরিছন্নতা অভিযান ও বর্তমান সরকারের স্বাস্থ্যে সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আশরাফ আলী,নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমচাঁদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মাহাবুব রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডা.রোকুনুজ্জামান , উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার,এম ও এমসি এইচ প্রিয়াংকা দাস , দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সিরাজ আল মাসুদ সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ।