নরসিংদীর ভগিরথপুর এলাকায় ২০ মার্চ শুক্রবার ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
জানাগেছে, সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী থানাধীন ভগীরথপুরস্থ পাকিজা ডাইং অ্যান্ড স্পিনিং মিলের সামনে নরসিংদী থেকে আসা ট্রাকের সঙ্গে মাধবদী থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই পিকআপের ২ জন যাত্রী নিহত হন এবং ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে নরসিংদীর কান্দাইলের বারেক নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
মাধবদী থানার এসআই শিবলী মীর কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Post Views: ২৮৪