নগরীর বাকলিয়া থানায় আগুনে পুড়ে আট জনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) চাকতাই বেড়ামার্কেট বস্তিতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।
তারা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন। এদের মধ্যে রহিমা, বাবু, নাজমা ও নার্গিস একই পরিবারের সদস্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম নগরীর দমকল বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, রোববার রাত ৩:৩২ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আগুন নেভাতে দমকল বাহিনীর আটটি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।