মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে বর্জপাতে ২ শিশুর মৃত্যু হয়েছে৷
নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে আজ বুধবার ২১ জুন ২০২৩ সকাল ১০ টার পরে বর্জপাতে ২ শিশুর মৃত্যু হয়েছে৷
জানা যায়, জালালাবাদ গ্রামের মোঃ লাভলু ফকির এর দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) বাহিরে খেলা করতেছিল হটাৎ বৃষ্টির মধ্যে বর্জপাতে এতে দুই ভাই এক সংগে মারা জায়৷ সংগে সংগে দুই ভাই কে
ডাক্তার এর চেম্বারে নিয়ে আসে ডাক্তার দেখে বলেন আর নেয়৷ খবর পেয়ে সংগে সংগে
দুই ভাইকে শেষ বারের মতো একনজর দেখার জন্য শত শত মানুষের ভির তাহার বাড়িতে এলাকায় এক শকের ছায়া নিমে এসেছে৷