মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার (২৩ জুন) ২০৩৪ সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয়ন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী,
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী’প্লাটিনাম জয়ন্তী’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মোঃ মাজেদুর রহমান মাজেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, মোঃ নাজমুল হক নাদিম,দপ্তদ সম্পাদক মোঃ মেহেদী হাসান লিটন,উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহদী মসনদ স্বরূপ,
সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোহাগ,কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন,যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম,বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।