১৮ বছরের এক টিনএজ তরুণী তার পিতাকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউগিনির একটি গ্রামে। পিতার কাছে ধর্ষিত হবার পর মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ওই তরুণী এ লোমহর্ষক ঘটনা ঘটায়। ওই এলাকার নেতা ও বাসিন্দারা মনে করছেন, বর্বর ওই পিতার জন্য মৃত্যুই ছিল প্রাপ্য।
তারা ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা তাকে সুরক্ষা দেয়ার প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন। । গত মঙ্গলবার রাতে নিহত চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি তার নিজের মেয়েকে উপুর্যপরি বেশ কয়েকবার ধর্ষণ করে। ওই তরুণীরা মোট ৪ ভাই-বোন। ঘটনার দিন তার মা বাকি ৩ ভাই-বোনকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।