সৈকত দাশ ইমনঃ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৮শে জানুয়ারী রাত ১০ টায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও একজন আহত হয়।নিহত ব্যাক্তি পূর্ব কলাউজান নয়াপাড়া শাহ বাড়ী এলাকার নুরুজ্জামান(রিকু)আহত ব্যাক্তি একই এলাকার মোঃওসমান ফারুকের ছেলে হামিদ হাসান মিশকাত সেই চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র। জানা যায়,চট্ট মেট্রো ল-১৩-৮২৪০ মোটরসাইকেল চালিয়ে নুরুজ্জামান চট্টগ্রাম দিকে যাচ্ছিলেন সেই দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় পৌঁছলে পিরোজপুর ট-১১-০৩৭৪ নম্বরের কাঠবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নুরুজ্জামান নিহত হন।হামিদ হাসান মিশকাত গুরুতর আহত হয়। আহত অবস্হায় দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক ট্রাক টিকে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।