দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্হ সাঙ্গু নদীর পাড়ে অবস্হিত বার্মা কলোনীতে অাজ দুপুর ১ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।স্হানীয়রা জানান রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে অাগুনের সূত্রপাত ঘটে।অাগুনের লেলিহান খুব দ্রুত পুড়ো কলোনীতে ছড়িয়ে পড়ে এবং প্রায়ই একশ বস্তী ঘরবাড়ী পুড়ে যায়। ঘটনাটি দিনের বেলা হওয়ায় খুব দ্রুত সবাই নিরাপদ স্হানে চলে যাওয়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অানুমানিক ৩ ঘন্টা চেষ্টার পর অাগুন নিয়ন্ত্রনে অানে।
পূর্বের রেলের মালিকানাধীন জমিতে অবৈধভাবে এসব বস্তি গড়ে তোলা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।এদিকে ভুক্তভোগীরা জানান অামরা অসহায় দিন মজুর এখনতো এই শীতে খোলা আকাশের নিচে থাকতে হবে যদি সরকারের পক্ষ হতে সহযোগিতার হাত বাড়িয়ে অামাদের বাসস্থানের ব্যবস্হা করলে খুবই উপকৃত হবো।।অগ্নিকান্ডে ধারণা করা হচ্ছে প্রায়ই ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।।