সৈকত দাশ ইমনঃ
চট্টগ্রাম ১৪ অাসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী নির্বাচনী গণসংযোগ বিরামহীনভাবে চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে তিনি বড় ধরণের নির্বাচনী জনসভাও করে চলেছেন।
প্রতিটি জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে নৌকার পালে হাওয়া লেগেছে। এতে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সময়ের ব্যাপার বলে মনে করছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। অাজ মঙ্গলবার বিকালে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপশহর দোহাজারী পৌরসভা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হাজারী শপিং সেন্টারের সামনে অায়োজিত স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়
এই নির্বাচনী জনসভায় মহাজোট প্রার্থী নজরুল ইসলাম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষের আরেকটি বিজয় রচিত হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দিয়ে এই দেশের মানুষ শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবেন। তাই আগামী নির্বাচনে ১৪ অাসনের জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে এই আসন উপহার দেবেন।
দোহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু,চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,মহি উদ্দিন বাচ্চু, এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান বাবর আলী ইনু ,বশির উদ্দিন মুরাদ, নবাব আলী,আবদুল্লা আল নোমান বেগ, আলহাজ্ব লোকমান হাকিম,এরশাদুর রহমান সুমন,আসকর খাঁন বাবু, শওকত খাঁন, হেলাল মাহমুদ, মোঃসোলেয়মান প্রমুখ