দোহাজারী পৌরসভাতে ব্যাপক আনন্দঘন পরিবেশে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৯ ইং । এতে ৬ ষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য পৃথক ৫ টি বুথ তৈরি করে ভোট নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।বিদ্যালয় স্টুডেন্টদের
অংশগ্রহণের মাধ্যমে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ১ টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভাস্হ ঐতিহ্যবাহী একামাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিষ্ণু যশা চক্রবর্তী এবং সহকারী শিক্ষকদের সাথে নিয়ে কেন্দ্রের বুথগুলো ঘুরে ঘুরে দেখেন,এতে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমির হোসেন, এমএহামিদ, সেচ্চায় রক্তদান সংগঠনের আবদুল হাফেজ। প্রধান শিক্ষক জানান,আজ ১৪ মার্চ বাংলাদেশ সরকার ঘোষিত প্রতিটি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ভোটে
নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানের ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।
বিকাল ৩ টা দিকে বিদ্যালয়ে ফলাফল ঘোষনা করা হয়। এতে ৬০১ ভোটের মধ্যে একতৃথীয় অংশ ভোট প্রদান করেন ভোটারেরা এতে প্রথম হয় দশম শ্রেণির ছাত্রী আয়শা ছিদ্দিকা দ্বিতীয় হয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুর মাওয়া তাহিয়া তৃথীয় হয় নবম শ্রেণির ছাত্রী রাশেদা আকতার রাশু ৪র্থ হয় তাছলিমা করিম ঋতু নবম শ্রেণি, ৫ম হয় ৮ম শ্রেণির ছাত্রী ফারজানা হামিদ তামান্না, ৬ষ্ঠ হন তাহামিদা কাউছার ৭ম অদিতা চৌধুরী ৭ম শ্রেণি এবং ৮ম হয় আতকিয়া ছৈয়দা সাইকা।
