সৈকত দাশ ইমনঃ
ঐতিহাসিক ৭ ই মার্চ ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণ এর স্মারক হিসেবে দিনটি স্মরণীয় হয়ে আছে। প্রকৃতপক্ষে জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুর ওই ভাষণটি ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা।
তাই দিনটি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের উদ্যোগে বিশাল গণ-সমাবেশ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বৃহস্পতিবার রাতে হাজারী টাওয়ার সামনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বর্তমান সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ন সাধারন সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর,
কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন, দোহাজারী সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা এরশাদুর রহমান সুমন, দেলোয়ার হোসেন সহ নানা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কৃষিমন্ত্রী দোহাজারী কৃষকের প্রাণের দাবি দোহাজারীতে একটি হিমাগার অতি শীঘ্রই তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন।