গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয় ঢাকায় তেজগাঁও বস্তিতে ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছে। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধাকেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়। অন্যদিকে, আগারগাঁও বস্তিতে পৃথকভাবে ২০০ প্যাকেট রান্নাকৃত খাবার বিতরণ করা হয়।
এসব খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম-সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।