নিজস্ব প্রতিবেদক :
রাজধানী তুরাগথানাধীন কামার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কামার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনেএ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় ১ম যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড.মাহ্দী আমিন ও প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানসহ ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবেক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করে চলেছে। বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিস্থিতিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অন্য কোন বিকল্প নেই। তাই একটি সুষ্ঠ নির্বাচনের জাতীয় সরকার গঠন করে সকল অপশক্তির ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।