নিজস্ব প্রতিবেদক :
রাজধানী তুরাগথানাধীন ভাটুলিয়া এলাকা থেকে
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্প হতে মেজর জাহিদুল হক এর নেতৃত্বে সেনাবাহিনী ও তুরাগ থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল তুরাগের ভাটুলিয়া পাওয়ার প্যাকাজিং সংলগ্ন মফিজের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে মিতা গাজী (৪০) ও তার স্বামী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে নগদ ২২৭০০শ টাকা ও ২১৫০ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রির দ্রব্যসামগ্রী, বেশ কিছু অবৈধ সরঞ্জামাদি জব্দসহ পুলিশের সরকারি একটি চাদর ও দুই বান্ডিল ফয়েল পেপার উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার পিতা সাত্তার গাজীর মেয়ে ও স্বামী আবুল কালাম (৪১) তিনিও গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার পিতা জয়নাল আবেদিনের ছেলে। স্থানীয় সুত্র জানিয়েছেন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা পশ্চিম নামক এলাকায় দীর্ঘদিন ইয়াবা ব্যবসার পরে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়ে ওই এলাকা ত্যাগ করে তুরাগের ভাটালিয়া এলাকায় এসে মফিজের ফ্ল্যাট ভাড়া নিয়ে আবারো ইয়াবা ব্যবসা শুরু করেন।
এবিষয়ে তুরাগ থানা অফিসার ইনচার্জ রাহাৎ খান জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।