তুরাগ (উত্তরা) প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তুরাগথানা বিএনপির ৫৪ নং ওয়ার্ড।
ঢাকা ১৮ আসনের জনতার এমপি এস এম জাহাঙ্গীর হোসেন নির্দেশনায় সাবেক যুবদল নেতা মনির হোসেন ও সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, তুরাগথানা বিএনপির যুবদল , ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তুরাগের নয়ানীচালা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভাটুলিয়া, কামারপাড়া ও রাজাবাড়ি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌড়ে এসে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে পথসভায় বক্তব্যে তুরাগ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
তুরাগ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, এই ৫৪ নং ওয়ার্ডে যারাই অন্যায় ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িত থাকবে তাদের কঠোর হস্তে দমন করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায় যেন নিরাপদে থাকে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা যারা পালন না করবে তাদেরকে দলের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমরা খুনি হাসিনার বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছি। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন, অতি দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।