মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
রাজধানী তুরাগের বাউনিয়া বটতলা মোড়ে পুলিশ পরিচয় প্রদানকারী এক ভুয়া পুলিশ সদস্যকে প্রতারণার সময় স্থানীয় লোকজন আটক করে, তুরাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে । গত শনিবার দুপুরে পূর্ব ভাষানটেক এলাকার বাসিন্দা জনৈক মোঃ তানিম বারাকা (২৩) পুলিশ পরিচয় দিয়ে একজনের সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছিলো । প্রতারক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের এএসআই পরিচয় দিয়ে স্থানীয় ব্যাক্তিকে আটকের নাটক করতে থাকেন ।
পুলিশ পরিচয় প্রদানকারী তানিমের আচার আচরণে সন্দেহ হলে উপস্থিত লোকজন তার কাছে আইডি কার্ড দেখতে চায় । সে একটি আইডি কার্ডও প্রদর্শন করে । কিন্তু কার্ড প্রদর্শন ও তার অসলগ্ন আচরণ দেখে আরো বেশী সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে রাখে । পরে তুরাগ থানা পুলিশ এসে প্রতারককে ভূয়া পুলিশ সদস্য পরিচয়ন প্রদানকারী হিসেবে আটক করে থানায় নিয়ে যায় । তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়েছে।
তুরাগ থানা পুলিশের এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি করেন । মামলার আরজিতে বলা হয়, আটক প্রতারক বিভিন্ন সময় নিজেকে পুলিশ পরিচয়ে এলাকায় এসে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো । আটকের পর প্রতারক নিজেই পুলিশের কাছে তা স্বীকার করেছে । এ বিষয়ে তুরাগ থানা পুলিশের এসআই মাহমুদুল হাসান বলেন, সে দীর্ঘদিন থেকে পুলিশ সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । বিভিন্ন সময় এ ধরণের তথ্য আমরা পেয়ে থাকি । শনিবার বাউনিয়া এলাকার স্থানীয় জনতা তাকে আটক রাখলে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি । এসময় আসামীর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, একটি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
তুরাগ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ প্রতিবেদক বলেন, ভূয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় এক ব্যাক্তিকে আটক করে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তার বিরুদ্ধে ১৭০/৪২০ পেনাল কোর্ট ধারায় মামলা হয়েছে, যার নং-৩১ তারিখ ২৭/০৭/২০১৯।