এস এম (বাবু) :
রাজধানী তুরাগের চণ্ডালভোগ এলাকা থেকে
মোটর সাইকেল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- মাসুদ রানা (৩০), ও ইসহাক চৌধুরী (২৮)। এ সময় তাদের হেফাজত হতে উদ্ধারকৃত সাড়ে ৯ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি Hornet 160R মোটর সাইকেল, যাহার রেজিঃ ঢাকা-মেট্রো-ল-২০-৩০১৪ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পিতার নাম :মোঃ লেহাজ উদ্দিন। গ্রেফতারকৃত ইসহাক চৌধুরী (২৮)ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার তাদুঘর দক্ষিণপাড়া গ্রামেরমোঃ জহিরুল হকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২ টায় মোঃ আলাল শেখ (২২) চন্ডালভোগ এলাকার মেসার্স আল-হাবীব ষ্টিল কর্পোরেশন এর দোকানে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিষ্ঠানের সামনে বাইপাস পাকা রাস্তার উপর পৌঁছানো মাত্র ছিনতাইকারীরা একটি মোটর সাইকেল যোগে এসে তার মোটরসাইকেলের গতিপথ রোধ করে। এই সময় ছিনতাইকারীরা পিছন থেকে ঝাপটা মেরে ধরে থাকে সেই সুযোগে তার জিন্স প্যান্টের পিছনের পকেটে থাকা মানিব্যাগ বাহির করিয়া তার মানি ব্যাগ থেকে নগদ সর্বমোট ৯,৫০০/-(নয় হাজার পাঁচশত) টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। একপর্যায়ে তার আত্নচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসিলে দ্রুত ঘটনাস্থল হইতে ছিনতাই কারীরা পালিয়ে যায়। তারপর তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করিলে তুরাগ থানার টহলরত পুলিশ দল ঘটনাস্থলে আসে এবং ঘটনার বিস্তারিত শোনে , ছিনতাইকারীর চন্ডলভোগ এলাকার বসত বাড়ির নিচ তলার গ্যারেজ হইতে তাদের দুইজনকে গ্রেফতার করে এই সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে।